ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্নীতির আরেক মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১ ডিসেম্বর ২০২৪  
দুর্নীতির আরেক মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ফটো

দুর্নীতির আরেক মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ রায় দেন। এ সময় খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

এর আগে, গত ২৭ নভেম্বর বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি ও ২৮ নভেম্বর অর্থ আত্মসাতের একটি মামলায় খালাস পান খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা/মামুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়