ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমু-কামরুলকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৫, ২ ডিসেম্বর ২০২৪
আমু-কামরুলকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আমির হোসেন আমু ও কামরুল ইসলাম

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানি শেষে আদালত এ দুই আসামিকে আগামী ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

আমির হোসেন আমু ও কামরুল ইসলাম বর্তমানে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ অক্টোবর একটি মামলায় ৪৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেখানে এ দুই আসামিও ছিলেন।

তিনি বলেন, ‘‘আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য। তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ পাওয়া গেছে, তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং আগামী ৪ ডিসেম্বর তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য বলা হয়েছে।’’ 

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়