ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পলিথিনবিরোধী অভিযানে ২৫ লক্ষাধিক টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২০ ডিসেম্বর ২০২৪  
পলিথিনবিরোধী অভিযানে ২৫ লক্ষাধিক টাকা জরিমানা

শুক্রবার কারওয়ান বাজারে মনিটরিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তপন কুমার বিশ্বাস

দেশব্যাপী গত ৩ নভেম্বর থেকে নি‌ষিদ্ধ পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান চালিয়ে ৪১৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ১৯৯টি ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মনিটরিং কার্যক্রম পরিচালনার পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তি‌নি বলেছেন, “পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক-দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে পরিবেশ মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী মনিটরিং জোরদার করা হয়েছে। পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও কঠোর করা হবে।”

দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারি এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তপন কুমার বিশ্বাস।

কারওয়ান বাজারে মনিটরিংকালে দোকানদার ও ক্রেতাদের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং মোমের প্রলেপযুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় বিভিন্ন দোকানে এসব পরিবেশবান্ধব ব্যাগ প্রদর্শন করা হয়। 

মনিটরিংকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়