ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাংক ডাকাতি: লিয়নের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৪  
ব্যাংক ডাকাতি: লিয়নের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঢাকার কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির ঘটনায় করা মামলায় এবার লিয়ন মোল্লা ওরফে নিরব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিন দিনের রিমান্ড শেষে লিয়নকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক হিরন কুমার বিশ্বাস। লিয়ন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২০ ডিসেম্বর লিয়নের সহযোগী দুই কিশোর আরাফাত (১৬) ও সিফাত (১৬) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। ওইদিন লিয়নের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর দুপুর ২টার দিকে কেরাণীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ওই তিনজন হানা দেন। একপর্যায়ে তারা ব্যাংকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ৬ গ্রাহককে খেলনা অস্ত্রের মুখে জিম্মি করে। ব্যাংকের কাউন্টার থেকে ১৮ লাখ টাকা লুট করে। খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলেন স্থানীয় মানুষ ও যৌথ বাহিনী। সাড়ে তিন ঘণ্টা পর তিনটি অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হন ওই তিনজন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।

এ সময় তাদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি লোহার পাইপ, একটি স্কুলব্যাগ, তিনটি মাস্ক, তিন জোড়া গ্লাভস ও তিনটি কালো চশমা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে থানায় মামলা করেন।

এরা তিন জনই কেরাণীগঞ্জের বাসিন্দা। এর মধ্যে লিয়ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

ঢাকা/মামুন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়