ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩৭, ২৬ ডিসেম্বর ২০২৪
জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম

বলরাম পোদ্দার।

শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বলরাম পোদ্দারের পক্ষে আনোয়ারুল কবীর বাবুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষে আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা দায়ের করেন। এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় বলরাম পোদ্দারকে।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়