ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউপি চেয়ারম্যানকে অপহরণ: পাঁচ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:২০, ৩ জানুয়ারি ২০২৫
ইউপি চেয়ারম্যানকে অপহরণ: পাঁচ জন রিমান্ডে

পটুয়াখালী জেলার মৌকরন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মোহাম্মদ ফরহাদ, তৌফিক রাহাত, রিপন মাহমুদ নয়ন, মোহাম্মদ দিদার ও মো. আমির হোসেন। তাদের মধ্যে আমিরের এক দিন এবং অপর চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

শুক্রবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

কাজী রাইসুল ইসলাম সেলিম গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পটুয়াখালী থেকে একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। গত ১ জানুয়ারি সকাল ৬টায় তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, তাকে বহনকারী বাসটি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়ায় বিআরটিএ অফিসের সামনে এসে পৌঁছালে ১৫-২০ জন লোক বাসে উঠে চালক, হেলপার ও অন্য যাত্রীদেরকে ভয় দেখিয়ে তাকে জোর করে নামিয়ে একটি প্রাইভেটকারে করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখেছে। অপহরণকারীদের এক জন সেলিমের স্ত্রীকে ফোন দিয়ে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে সেলিমকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর থেকে সেলিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়