কাঠগড়ায় ছেলেকে বুকে টেনে অঝোরে কাঁদলেন সেই আবেদ আলী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

আদালতে সৈয়দ আবেদ আলী জীবন ও ছেলে সৈয়দ শাহানুর রহমান সৌমিক
পিএসসি’র সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন প্রশ্নফাঁসের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এরই মাঝে দুর্নীতির মামলা হয়। গত ২৮ জানুয়ারি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি তারিখ দেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে তাকে হাজির করা হয়। দুপুরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এসময় কাঠগড়ায় ছিলেন আবেদ আলী। একপর্যায়ে একপাশে চলে আসেন তিনি। তার ছেলে সৈয়দ শাহানুর রহমান সৌমিক তার সাথে সাক্ষাৎ করতে যান। তাকে কাছে টেনে নেন আবেদ আলী। পরে ছেলেকে বুকে টেনে নিয়ে অঝোরে কাঁদেন আবেদ আলী।
এর কিছুক্ষণ পরে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় তাকে নিয়ে যাওয়া হয়।
গত বছর ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরই সৈয়দ আবেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা/মামুন/টিপু