খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: মশিউর রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

মশিউর রহমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত ২২ জানুয়ারি রাতে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। পরদিন নিউমার্কেট থানার নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ঢাকা/মামুন/এসবি