ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এই ফটো তোলোস কেন?’ সাংবাদিকদের শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২৫  
‘এই ফটো তোলোস কেন?’ সাংবাদিকদের শাহজাহান ওমর

রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করা হয়। তিন জনের মধ্যে সবার সামনে ছিলেন শাহজাহান ওমর। সে সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে চান। তখন শাহজাহান ওমর বলেন, ‘এই ফটো তোলোস কেন?’

সকাল সোয়া ৯টার দিকে তাদের এজলাসে তোলা হয়। সেখানে অনেকটা স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর। আইনজীবী-পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সময় পার করেন তিনি। আইনজীবীদের কাছে মামলার বিষয়ে খোঁজখবর নেন। জানতে চান, তিনি এজাহারনামীয় আসামি কি না। তবে, অনেকটাই নীরব ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এবং আছাদুজ্জামান মিয়া। তারা আসামির কাঠগড়ায় নীরবে দাঁড়িয়ে ছিলেন।

৯টা ৩৮মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ৯টা ৪০ মিনিটের দিকে তাদের আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

সে সময় ছবি তোলার বিষয়ে কী বলেছিলেন জানতে চাইলে হাস্যোজ্জ্বল শাহজাহান ওমর বলেন, ‘‘আরে বাবা, তোমাদের কাজই হলো ফটো তোলা। ফটো তোলো। আমাদের আপত্তি নাই।’’

ঢাকা/মামুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়