ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক এমপি তানভীর ইমাম, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ৩ মার্চ ২০২৫  
সাবেক এমপি তানভীর ইমাম, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুদকের মামলা

তানভীর ইমাম। ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। তিনি প্রয়াত এইচটি ইমামের ছেলে।

দুদক জানায়, মামলায় তানভীর ইমামের বিরুদ্ধে ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

আরেকটি মামলায় তানভীর ইমামের সঙ্গে তার স্ত্রী মাহিন ইমামকে আসামি করা হয়েছে। এতে তাদের বিরুদ্ধে ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।

তৃতীয় মামলায় তানভীর ইমামের সঙ্গে তার মেয়ে মানিজে ইসমত ইমামকে আসামি করা হয়েছে। এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এসব মামলা করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়