ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, ৪ জনের মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৩ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৫৮, ৩ মার্চ ২০২৫
রাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, ৪ জনের মরদেহ উদ্ধার

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লাগে (ছবি: ভিডিও থেকে নেওয়া)

রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার ( ৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই হোটেলে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

নিহত চার জনের মধ্যে সবাই পুরুষ। তাদের পরিচয় এখনো জানা যায়নি। 

হোটেল ভবনটি ছয় তলা। দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের তল্লাশি দল হোটেলের ভেতরে চার জনের মরদেহ পায়। সকল মরদেহ পাওয়া যায় ষষ্ঠ তলায়। ষষ্ঠ তলার বাথরুমের ভেতরের তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহগুেলা পাওয়া যায়। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল। 

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়