ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিমান্ডে সাবেক এমপি জাফর, নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৫ মে ২০২৫  
রিমান্ডে সাবেক এমপি জাফর, নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে হাজির করা হয় দুই আসামিকে

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাফর আলমের (৬৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার শাহবাগ থানাধীন এলাকায় মনির নামে এক ব্যক্তি নিহতের মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ফেরদৌস আলম  জাফর আলমের সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত তাদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। পরে আদালত জাফর আলমের চার দিনের রিমান্ডের আদেশ দেন। আর হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।

জাফর আলমের মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপির মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা করা হয়। 

হাজী সেলিমের মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুরে শাহবাগ থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পলাশী সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চৌরাস্তায় আন্দোলনকারীরা অবস্থান নেন। এসময় গুলিতে মনির হোসেন নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রুজিনা আক্তার গত ১৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫১ জনের নামে আদালতে মামলা করেন।

ঢাকা/এম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়