ঢাকায় ২ খালা খুন: ভাগ্নের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা মামলায় তাদের ভাগ্নে গোলাম রাব্বানী খাঁন (তাজ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১২ মে) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
গত ৯ মে পশ্চিম শেওড়াপাড়ার ওই বাসার দোতলার এক ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই দিন রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান মিরপুর মডেল থানায় মামলা করেন।
ঢাকা/এম/বকুল