ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুব্রত বাইন ৮ ও মোল্লা মাসুদসহ তিনজন ৬ দিনের রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৮ মে ২০২৫   আপডেট: ১৬:৩৭, ২৮ মে ২০২৫
সুব্রত বাইন ৮ ও মোল্লা মাসুদসহ তিনজন ৬ দিনের রিমান্ডে

(বাঁ থেকে) আরাফাত, সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও শরীফ

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদসহ তিনজনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য দুই আসামি হলেন—আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফ।

বুধবার (২৮ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আরো পড়ুন:

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৭ মে) সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ চারজনকে কুষ্টিয়া ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মঙ্গলবার আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।”

বুধবার তাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

ঢাকা/এম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়