সাবেক এমপি ইকবাল হোসেন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
দুর্নীতির অভিযোগ থাকায় গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, স্ত্রী নিগার সুলতানা ঝুমা এবং ছেলে মোহাম্মদ শাখাওয়াতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রবিবার (১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইদুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেছেন।
আবেদনে বলা হয়, ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য প্রদানের জন্য বিধি মোতাবেক পত্র জারি করা হয়। তবে, তারা নির্দিষ্ট তারিখ ও সময়ে বক্তব্য প্রদানের জন্য হাজির হননি। অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।
ঢাকা/এম/রাজীব