ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচে বিশেষ নিরাপত্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১০ জুন ২০২৫   আপডেট: ১৫:৩৮, ১০ জুন ২০২৫
বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচে বিশেষ নিরাপত্তা

জাতীয় ফুটবল স্টেডিয়াম

ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের মধ্যকার আসন্ন ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এরই অংশ হিসেবে নিরাপত্তা মহড়াও অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আন্তর্জাতিক মানের এই খেলাটি সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে গোয়েন্দা সংস্থাগুলোও পোশাকে কাজ করছে। ইতোমধ্যে সেখানে নিরাপত্তা মহড়াও দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০) সন্ধ্যায় ৭টায় জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন:

সোমবার (৯ জুন) সকালে জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠে এক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং কে-নাইন টিম অংশ নেয়। মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল ও সক্ষমতা প্রদর্শন এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করা। ম্যাচ চলাকালীন দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। 

তিনি আরো জানান, খেলার চলাকালে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট।

খেলায় আগত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা/এম/আর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়