ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নগদের কোটি টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটনের দাবি ডিএমপির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৯ জুন ২০২৫   আপডেট: ১৪:০১, ১৯ জুন ২০২৫
নগদের কোটি টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটনের দাবি ডিএমপির

গত ১৪ জুন ঢাকার উত্তরায় নগদ ডিস্ট্রিবিউটরের কোটি টাকা ছিনতাই করে র‍্যাবের পোশাক পরা কয়েক ব্যক্তি

রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছিনতাই করা অর্থ ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ির নম্বর ধরে চাঞ্চল্যকর ওই ছিনতাইয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তাদের পরিচয় জানাননি তিনি।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত শনিবার (১৪ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের এমডি আব্দুল খালেক নয়নের বাসা থেকে দুটি ব্যাগে ভরে দুটি মোটরসাইকেলে করে ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন চারজন। তাদের গন্তব্য উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৪৯ নম্বর বাসা, যেখানে উত্তরার নগদের ডিস্ট্রিবিউটরের অফিস। টাকা বহনকারীরা উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৩৭ নম্বর বাসার সামনের বাম পাশে পৌঁছাতেই আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কালো রঙের হায়েস গাড়ি তাদের দুটি মোটরসাইকেলের গতি রোধ করে। পরে র‍্যাব পরিচয়ে ও র‍্যাবের কালো কটি পরিহিত ৮ থেকে ১০ জন অস্ত্রের মুখে চারজনকে জিম্মি করে ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। অস্ত্রের মুখে তিনজনকে টাকার ব্যাগসহ গাড়িতে ওঠানো হয়। একজন দৌড়ে পালাতে সক্ষম হন। যদিও তার কাছে থাকা ব্যাগে ছিল মাত্র ১ লাখ ৯৮ হাজার টাকা।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়