ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পায়ু পথে বাতাস, মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু শ্রমিক

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২১ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:২৮, ২১ অক্টোবর ২০২৫
পায়ু পথে বাতাস, মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু শ্রমিক

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ তানভীর

ঢাকার কামরাঙ্গীরচরে কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কম্প্রেসারের পাইপ দিয়ে পায়ুপথে বাতাস দেওয়ায় মোহাম্মদ তানভীর (১৪) নামে এক শিশু শ্রমিক গুরুতর আহত হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সহকর্মীরা জানায়, ঘটনার পর অচেতন অবস্থায় তানভীরকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্লাস্টিক কারখানার মালিক মোহাম্মদ মামুন জানান, তার কারখানায় বোতলজাত ও বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরি হয়। সেখানে প্রায় ১০-১৫ জন শ্রমিক কাজ করে, যাদের অধিকাংশই কিশোর।

তিনি বলেন, “রাতে রিফাত, সিয়ামসহ তিনজন দুষ্টুমির ছলে তানভীরের পায়ুপথে কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে যায়।”

তানভীরের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার পালকিনি গ্রামে। কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় রফিক মিয়ার বাড়িতে মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকে সে। তার বাবার নাম মানিক মিয়া।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় শিশুশ্রমিকের পায়ুপথে বাতাস দেওয়ার ঘটনা ঘটেছে।”
চিকিৎসকদের বরাতে তিনি জানান, “শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে।”

তিনি আরো জানান, বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়