ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুবদল নেতাকে হত্যা: দ্রুত চালাতে না পারায় রিকশাচালককেও গুলি

প্রকাশিত: ২২:৩৭, ১৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:১৩, ১৭ নভেম্বর ২০২৫
যুবদল নেতাকে হত্যা: দ্রুত চালাতে না পারায় রিকশাচালককেও গুলি

দুর্বৃত্তদের গুলিতে মো. আরিফ নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করে পানানোর সময় দুর্বৃত্তদের গুলিতে মো. আরিফ (২০) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. পিয়বরুল ইসলাম জানান, আরিফ পেশায় অটোরিকশাচালক। ঘটনার সময় সে মিরপুর-১১ নম্বরের ‘সি’ ও ‘এ’ ব্লকের মাঝামাঝি রাস্তায় ছিলেন। ওই সময় হঠাৎ দুজন হেলমেট পরিহিত ব্যক্তি দ্রুত এসে তার রিকশায় উঠেন এবং তাকে দ্রুত যেতে বলেন। এমনকি দ্রুত না গেলে তাকে গুলি করার হুমকিও দেন তারা।

পরে আরিফ অটোরিকশা চালানো শুরু করতেই তার পিঠে এক রাউন্ড গুলি করে রিকশা থেকে নেমে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। আহত আরিফের বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “পল্লবী থেকে গুলিতে আহত এক আটোরিকশা চালককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পিঠে একটি গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এর আগে সোমবার সন্ধ্যায় মিরপুর পুরনো পল্লবী থানার পেছনের সি ব্লক এলাকায় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১২ পল্লবীর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের একটি দোকানে ছিলেন যুবদল নেতা গোলাম কিবরিয়া।

ওই সময় হঠাৎই নীল রঙের পাঞ্জাবি ও হেলমেট পরিহিত এক যুবক বন্দুক তাক করে গোলাম কিবরিয়ার দিকে ছুটে আসেন। তার পেছনে সাদা রঙের চাদর গায়ে দেওয়া হেলমেট পরিহিত আরো এক যুবক দোকানে ঢুকেন।

নীল পাঞ্জাবি পরিহিত যুবক দোকানে ঢোকামাত্রই এক হাত দূর থেকে গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে মাথা, বুকে ও পিঠে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এরপর গোলাম কিবরিয়া লুটিয়ে পড়লে ওই যুবক চলে যেতে লাগলে সাদা চাদর পরিহিত আরেক যুবক এসে আরো কয়েক রাউন্ড গুলি করেন। সবমিলিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ৭ থেকে ৮ রাউন্ড গুলি করে ওই দুই যুবক দ্রুত পালিয়ে যান।

এ ঘটনায় ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক যুবদল নেতাকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির এই নেতা জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানিয়েছেন, গোলাম কিবরিয়ার পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক গণমাধ্যমকে বলেন, ‍“গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন। তার কোনো শত্রু ছিল না। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মিরপুর সাড়ে ১১-তে ফলপট্টি সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে।”

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়