ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তার বিষয়ে তিনি প্রথমে বলেন, “নো-কমেন্টস।”
তিনি বলেন, “ভিডিওটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেব।”
নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নির্বাচন উপলক্ষে বর্তমান প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, অনেকেই চাচ্ছে। আমাদের রিসোর্স সক্ষমতার দিকেও তাকাতে হচ্ছে। আপনার জীবনের প্রতি কতটা হুমকি আছে, এইটা আমরা বিশেষ পুলিশ (এসবি) দিয়ে যাচাই করি। যাচাইয়ের পরে এসবি যখন বলে যে ইয়েস এক্স, ওয়াই, জেড এর জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে, তখন এসবি অথবা আমি গানম্যান দিচ্ছি।”
তবে বেশকিছু ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “নির্বাচন কমিশনারদের বিশেষ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে।আগামীতেও যদি কোনো ক্যান্ডিডেট বা ওরকম কোনো ব্যক্তি যদি জীবনের নিরাপত্তা বা ঝুঁকির কথা আমাদেরকে বলেন, আমরা যাচাই করে দেখে গানম্যান দিতে প্রস্তুত।”
তিনি আরো বলেন, “তবে সব সময় মনে রাখবেন আমাদের গরীব দেশ, গরীব পুলিশ ডিপার্টমেন্ট। আমাদের নির্বাচন হলো টপ প্রায়োরিটি। আমি যদি সব লোকবল এই ধরনের কাজেই নিয়োগ করি, তাহলে আমার ভোটকেন্দ্র কে পাহারা দেবে?”
ডিএমপি কমিশনার বলেন,“প্রথমে ভোটকেন্দ্র পাহারা দেওয়াটা, তারপরে মাস্তানি-সন্ত্রাসীসহ ভোটের নানা ধরনের জটিলতাকে আমাকে প্রায়োরিটি দিতে হচ্ছে। তাই আমরা সবদিকে ব্যালেন্স করে রিসোর্সের দিকে তাকিয়ে কতটুকু কি সম্ভব, সেটা করার চেষ্টা করছি।”
শেখ সাজ্জাত আলী বলেন, “আমি পুলিশ কমিশনার হিসেবে যতই চেষ্টা করি আপনাদেরকে বন্ধু বানানোর, পেশাগত দায়িত্ব পালনের সময় আপনারা আমাকে ছাড় দিয়েন না। আমার সহকর্মীদেরকেও আপনারা ছাড় দেন না, সেটা আমার জানা।”
তিনি বলেন, “আমি চেষ্টা করে যাচ্ছি পুলিশের সঙ্গে; বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যাতে আপনাদের একটা সেতুবন্ধন থাকে। আপনারা (সাংবাদিক) আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, কিন্তু আমার অনুরোধ সেই ক্ষেত্রে যেন কোনোরূপ বাড়াবাড়ি বা কোনো ধরনের ত্রুটির কারণে আমার সহকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়।”
ঢাকা/মাকসুদ/সাইফ