ফেনীতে সাংবাদিকের হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
সৌরভ || রাইজিংবিডি.কম
আহত সাংবাদিক রাশেদুল হাসান
ফেনী প্রতিনিধি : জেলার আঞ্চলিক দৈনিক ফেনীর সময়-এর সহ-সম্পাদক রাশেদুল হাসানকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুরে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাটে এ ঘটনা ঘটে। রাশেদ অনলাইন পোর্টাল নতুন ফেনী সম্পাদক ও স্থানীয় মোটবী ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ তথ্য সেবা কেন্দ্রে কাজ করছিলেন। এ সময় ৮-১০ সন্ত্রাসী হঠাৎ ইউনিয়ন পরিষদে এসে তাকে জোরপূর্বক সিএনজি ট্যাক্সিতে তুলে শাহাপুর স্বপ্ন সেতু সংলগ্ন স্থানে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দেয়।
একপর্যায়ে তারা তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে জেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। রাশেদ সাংবাদিকদের জানান, হামলাকারীদের মধ্যে মিন্টু ও লোকমান নামের দুজনকে তিনি চিনেছেন। এরা ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার জানান, তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ফেনীতে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
রাইজিংবিডি/৬ মার্চ ২০১৫/সৌরভ/নওশর
রাইজিংবিডি.কম