ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরের দুর্গন্ধ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:৩৮, ৬ আগস্ট ২০২৪
ঘরের দুর্গন্ধ দূর করার উপায়

ছবি: প্রতীকী

বর্ষাকালে এই রোদ-এই বৃষ্টি অবস্থা। এমন দিনে ঘরের গুমোট ভাব দূর করা কঠিন হয়ে পড়ে। ছাদে কিংবা বারান্দায় পুরোপুরি রোদ না পাওয়ায়- ভেজা কাপড়গুলো পুরো ঘরে মেলে দেওয়ার উপায় খুঁজতে হয়। সেগুলো থেকে গন্ধ ছড়িয়ে পড়ে পুরো ঘরে। ঘরের দুর্গন্ধ দূর করতে পারে সুগন্ধি মোমবাতি। নিজের হাতে বানিয়ে নিতে পারেন সুগন্ধি মোমবাতি । ঘরের কোনে সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে রাখলে পুরো ঘরে সেই ঘ্রাণ ছড়িয়ে পড়বে। সুগন্ধি মোমবাতি বানানোর জন্য যা করতে হবে—

প্রথমে একটি কাচের পাত্র জোগাড় করুন। পাত্রে যে পরিমাণে মোম ধরবে তার দ্বিগুণ পরিমাণ মোম নিন।
এবার একটি পাত্রে পানি গরম করে নিন। আরেকটি বাটিতে পরিমাণ মতো মোম নিন। ও বাটিটা গরম পানির পাত্রের ওপর রাখুন। এখন চুলার আঁচ বাড়িয়ে দিন, যাতে মোম গলে যেতে শুরু করে। দেখুন মোমটা গলতে শুরু করেছে। এবার বার বার বাটির মোম নাড়তে থাকুন। এতে মোম জমাট হতে পারেব না বরং পুরোপুরি গলে যাবে।

আরো পড়ুন:

পুরোপুরি গলে গেলে পছন্দ মতো সুগন্ধি তেল গলে যাওয়া মোমের সঙ্গে মিশিয়ে নিন। আবারও মিশ্রণটি নাড়তে থাকুন। যেন তেল আর মোম ভালোভাবে মিশে যায়।

এবার একটি পাত্রে মোম ঢালতে হবে। তার আগে ওই পাত্রে সলতে লাগিয়ে নিন। সলতের কোনো একটি দিক কিছু সময়ের জন্য গলানো মোমের মধ্যে রাখুন। সলতের আরেকটি প্রান্ত বাইরে রাখুন। এবার ওই পাত্রে মোমের তরল আস্তে আস্তে ঢেলে দিন। এ সময় সলতেটি সোজ করে ধরে রাখতে হবে। মোম ঢালা হয়ে গেলে পাত্রটি চার ঘণ্টা একই রকম ভাবে রেখে দিন। 

সুগন্ধি মোমবাতি জ্বেলে ঘরের এক কোনায় রেখে দিলে আস্তে আস্তে সেই ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়বে। দূর হয়ে যাবে ঘরে দুর্গন্ধ।

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়