ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

টাকা নাকি ভালোবাসার মূল্য বেশি

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৮, ৮ নভেম্বর ২০২৪
টাকা নাকি ভালোবাসার মূল্য বেশি

ছবি: প্রতীকী

একটি সমীক্ষায় দেখা গেছে, অর্থনৈতিক ভাবে ভালো থাকা মানুষদের মধ্যে ৭৩ শতাংশ দাম্পত্য জীবনেও সুখী। এই মানুষদের মধ্যে আবার ৫৯ শতাংশ জানিয়েছেন, তাদের কাছে টাকা পয়সার থেকে ভালোবাসার মূল্য বেশি।

সমীক্ষার তথ্য অনুাযায়ী, অনেক মানুষ মুখে ভালোবাসার কথা বললেও কার্যক্ষেত্রে কিন্তু টাকাকে বেশ গুরুত্ব দেয়। যদিও অনেকেই টাকার সঙ্গে ভালোবাসার তুলনামূলক আলোচনায় মোটেও আগ্রহী নন। নারীদের মধ্যে শতকরা ৮৭ জন ও পুরুষদের মধ্যে শতকরা ৫৭ জন বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে টাকার সঙ্গে ভালোবাসার তুলনা মোটেও চলে না। তবে সমীক্ষায় অংশ নেওয়া ৬০ শতাংশ মানুষ জানিয়েছেন অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ মানুষই ভালোবাসার জন্য তাদের প্রথম পছন্দ।

এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, টাকা অর্জন করতে হয় আবার ভালোবাসাও অর্জন করতে হয়। কিন্তু এই দুয়ের মধ্যে ফারাক হলো টাকা দিয়ে ভালোবাসাকে কখনও কেনা যায় না। যখন কোনো সম্পর্কে ভালোবাসা থাকে তখন সুখ, সমৃদ্ধি সবই বাড়ে। দুইজনের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে অল্প টাকায়ও ভালোভাবে জীবন চালিয়ে নেওয়া যায়। 

আরো পড়ুন:

বাস্তবতা হচ্ছে, এখনকার লাইফস্টাইল আগের তুলনায় অনেক বদলে গেছে। জিনিস পত্রের দাম বেড়েছে। ফলে প্রয়োজন মতো উপার্জন না থাকলে কিন্তু জীবন যাপন করা বেশ কঠিন। সুখে-শান্তিতে বসবাস করতে গেলে অর্থের প্রয়োজন। হাতে টাকা না থাকলে প্রিয়জনকে একটি আইসক্রিমও কিনে দেওয়া যায় না। ইচ্ছা হলেই কোথাও বেড়াতে চলে যাওয়া যায় না। এক কথায় ভালোবাসাকে ভালো রাখতে টাকার প্রয়োজন। আয় না করলে বা যথেচ্ছা টাকা খরচ করলে ভালোবাসাও জীবন থেকে হারিয়ে যেতে পারে।

আবার টাকাকে গুরুত্ব দিতে গিয়ে কিছু মানুষ প্রেম করেন শুধু টাকা দেখে। আবার কোনো কোনো প্রেম মানুষকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। অনেকে মনে করেন, প্রেম এমন এক শক্তি, এতটা শক্তিশালী টাকাও নয়। 

সূত্র: নিউজ ১৮, এই সময়

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়