ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গায়ে হলুদে জনপ্রিয়তা পাচ্ছে ‘থিমেটিক’ শাড়ি-পাঞ্জাবি

রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৫২, ২৭ নভেম্বর ২০২৪
গায়ে হলুদে জনপ্রিয়তা পাচ্ছে ‘থিমেটিক’ শাড়ি-পাঞ্জাবি

গায়ে হলুদের অনুষ্ঠানে রাজত্ব করছে দেশি পোশাক। ছবি: সংগৃহীত

গায়ে হলুদে এখনও রাজত্ব করছে দেশি পোশাক। তবে নকশায় যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। দিনে দিনে গায়ে হলুদের অনুষ্ঠান আরও বেশি জমকালো হয়ে উঠছে। বর-কনের সাজের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে অনুষ্ঠানে আসা অতিথিদের সাজ-পোশাকও। 

বেশিরভাগ ক্ষেত্রের বিয়ের পুরো অনুষ্ঠানের দৃশ্য ভিডিও ও ছবিতে ধারণ করে রাখা হচ্ছে। এজন্য অনুষ্ঠানেও যুক্ত হয়েছে সিনেমাটিক ও নান্দনিকতার ছোঁয়া। অনেক সময় ভিডিওগ্রাফার ঠিক করে দিচ্ছেন, কেমন হবে অতিথির পোশাক। যুগের চাহিদা অনুযায়ী জনপ্রিয় হয়ে উঠেছে থিমেটিক শাড়ি, পাঞ্জাবি। বেশিরভাগ ক্ষেত্রে নারী উদ্যোক্তারা এই সব থিমেটির শাড়ি পাঞ্জাবি তৈরি করে থাকেন।

আরো পড়ুন:

ছবি: জেনেটস ক্রিয়েশনের সৌজন্যে

জেনেটস ক্রিয়েশনের স্বত্বাধিকারী জেনেটস গোমেজ বলেন, ‘‘বিয়ের মৌসুম আসতেই অনেক বড় বড় অর্ডার আসতে শুরু করেছে। বিশেষ করে গায়ে হলুদের থিমেটিক শাড়ি ও পাঞ্জাবির অর্ডার পাচ্ছি। একই ফেব্রিকে, একই ডিজাইনে এইসব শাড়ি তৈরি করে গ্রাহককে সরবরাহ করছি।’’

জেনেটস জানান, সম্প্রতি তিনি ১৬০ পিস শাড়ির অর্ডার পেয়েছেন। যা একটি গায়ে হলুদের অনুষ্ঠানের অতিথিদের জন্য অর্ডার করা হয়েছে। 

গ্রাহক কী ধরনের ফেব্রিক চাচ্ছেন, কী নকশা চাচ্ছেন—সেই অনুযায়ী তৈরি হয় এইসব শাড়ি, পাঞ্জাবি। সাধারণত, নকশার ক্ষেত্রে গুরুত্ব পায় জামদানি মোটিফ, ফুল আর লতাপাতা। শাড়ি, পাঞ্জাবির রঙের ক্ষেত্রে হলুদের পাশাপাশি একটু কালারফুল রং যেমন কমলা, টিয়াসবুজ, গোলাপি এই রং গুলো জনপ্রিয়তা পেয়েছে।

দেশি ফেব্রিক ও মোটিফে তৈরি প্রতি পিস শাড়ির দরদাম শুরু হয় ৬৫০ টাকা থেকে। প্রতি পিস পাঞ্জাবির দাম শুরু হয় ৫০০ টাকা থেকে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়