ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ ‘টেডি ডে’ প্রেমিকাকে কেমন টেডি দেবেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫
আজ ‘টেডি ডে’ প্রেমিকাকে কেমন টেডি দেবেন

ভালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিন ‘টেডি ডে’। সাধারণত প্রেমিকার মন জয় করার জন্য প্রেমিক এই ইমোশনাল উপহার দিয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে কেমন টেডি পেলে প্রেমিকা খুশী হবে?

টেডি হাগ-  এটি হচ্ছে এমন এক ধরনের টেডি যেটাকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায়। প্রশান্তি পাওয়া যায়। তাই টেডি হাগের চেয়ে ভালো ইমোশনাল গিফট আর কিছু হতেই পারে না।

টেডি লাভ- যারা ভালোবাসার কথা প্রেমিকাকে বার বার মনে করিয়ে দিতে চান, তারা টেডি লাভ উপহার দিতে পারেন।  কারণ এ টেডির দুইহাতে ধরা লাভ সাইন।আপনি দূরে থাকলেও প্রেমিকা যতবার টেডি লাভের দিকে তাকাবেন ততবার ভালোবাসার কথাই মনে পড়বে তার।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়