ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছোট চুলের ট্রেন্ডি ‘হেয়ার কাট’

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছোট চুলের ট্রেন্ডি ‘হেয়ার কাট’

বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

সামনেই দুর্গাপূজা - এই সময় হেয়ার কাট পাল্টে নিতে চাইছেন? চুল যদি ছোট করে ছাঁটতে চান, তা হলে জেনে নিন কী কী ‘হেয়ারকাট’ এখন চলছে।

ব্লান্ট বব

আরো পড়ুন:

ছোট চুলের জন্য খুবই ভালো ব্লান্ট বব। গরম কিংবা বৃষ্টিদের খুবই আরামদায়ক এই চুলের ছাঁট। মুখের গড়নের সঙ্গে মানানসই করে ছাঁটা হয় চুল। আবার ব্লান্ট লবও খুব জনপ্রিয় এখন কমবয়সিদের মধ্যে। দেখতেও ভালো লাগে, ছোট ছোট লেয়ার থাকে পুরো হেয়ার কাটে।

বব কাট
যদি আপনার একদম ছোট করে চুল কাটা পছন্দ না হয়, তাহলে বব কাট বেছে নিতে পারেন। এই কাট দিলে চুল কাঁধ ছাপিয়ে পড়বে আবার খুব বেশি বড়ও হবে না। সুতরাং বব হেয়ার কাট করতেই পারেন। কাঁধের দুই ইঞ্চি উপর পর্যন্ত বব কাটা হয়।

লেয়ার বব
আপনার চুল যদি ঘন হয় তহারে লেয়ার বব কাট দিতে পারেন। এই কাট দিলে ঘন চুলে বিভিন্ন ধরনের স্টাইল করা সবচেয়ে সহজ৷ লেয়ার বব কাট দিলে সামনের দিকে লম্বা আর পিছনে একটু ছোট লেয়ার থাকে দেখতে ভাল লাগবে। পানপাতা বা ডিম্বাকৃতি মুখে এ ধরনের চুলের ছাঁট খুব ভাল মানায়।

অ্যাঙ্গুলার লব
কোঁকড়ানো চুলের জন্য এই কাট ভালো। এই কাট দিলে চুলের যত্ন নেওয়াও সহজ হয়ে যাবে। এমন ভাবে চুল ছাঁটুন, যাতে অনেকগুলি লেয়ার থাকে৷  আর লেয়ারগুলো মুখের দুই পাশে হালকা ভাবে ছড়িয়ে থাকবে৷ অ্যাঙ্গুলার লবও করতে পারেন, তাতে সামনের দিকের লেয়ারগুলো লম্বা হবে, পিছনে ছোট হয়ে যাবে৷

পিক্সি কাট
একটু অন্য রকম চুলের ছাঁট চাইলে, পিক্সি কাটতে পারেন। যদিও হেয়ারকাট সকলের জন্য নয়। খুব ছোট করে ছেলেদের মতো চুল ছাঁটা হয়। মুখের গড়ন, ব্যক্তিত্ব, পোশাকের ধরনের সঙ্গে মানানসই হতে হবে।

ছোট চুলের জন্য বেশ ভালো ক্রপড লেয়ারও। লেয়ার শুধু বড় চুলের জন্য হতে হবে, এমন নয়। তুলনামূলক ছোট চুলেও লেয়ার কাট খুব মানানসই।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়