‘বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিকবান্ধব নেতা’

বক্তব্য রাখছেন হাবিবুন নাহার
পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিকবান্ধব নেতা।
বুধবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীতে পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাবিবুন নাহার বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাংবাদিকরা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিয়ে স্বাধীনতার জন্য জনগণকে সংগঠিত করতে সহায়তা করেছিল।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি উত্তম পেশা। তবে হলুদ সাংবাদিকতার বিষয়ে সচেতন থেকে সংবেদনশীল হওয়ার কথাও বলেন তিনি।
উপমন্ত্রী সাংবাদিকদের সচেতনতার বিষয়ে বলেন, সাংবাদিকদের সামান্যতম ত্রুটিতে একজন সম্মানীয় ব্যক্তির সারাজীবনের অর্জন ম্লান হয়ে যেতে পারে।
হাবিবুন নাহার বলেন, বাংলাদেশকে আজ বিশ্বের মানচিত্রে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করে তিনি বলেন, আজ তার দৃঢ়চেতা ও সাহসী পদক্ষেপের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সঙ্গে সারাদেশের কানেকটিভির মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে।
অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাংবাদিকদের সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির কণ্ঠস্বর। দেশের যেকোনো ক্রান্তিকালে সাংবাদিকদের ভূমিকা ছিল অগ্রগণ্য।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান। পিআইবির সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৮ জন সাংবাদিক অংশ নেন।
/সাইফ/
আরো পড়ুন