ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্মার্ট বাংলাদেশ গঠনে ইতিবাচক প্রতিবেদন আবশ্যক: সায়েম খান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১৮ জানুয়ারি ২০২৩  
স্মার্ট বাংলাদেশ গঠনে ইতিবাচক প্রতিবেদন আবশ্যক: সায়েম খান

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সাংবাদিকদের ইতিবাচক প্রতিবেদন আবশ্যক।

বুধবার (১৮ জানুয়ারি) পিআইবির সেমিনার কক্ষে আয়োজিত এক সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এ কথা বলেন তিনি। 

সাংবাদিকতায় দুই দিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি) বুনিয়াদি প্রশিক্ষণ শেষ করা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাংবাদিকরা এ সনদ পান।

সায়েম খান বলে, প্রযুক্তি বিবর্তনের কারণে দেশের অগ্রগতি সাধনে সাংবাদিকদের জ্ঞান আহরণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের কাছে বার্তাবাহক হিসেবে কাজ করে। সেজন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিজস্ব স্বকীয়তায় প্রতিবেদন তৈরি জরুরি।

তথ্যের অবাধ প্রবাহ যেন সাংবাদিকতায় নতুন নতুন দিগন্ত খুলে দিতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা একজন প্রতিভাবান সাংবাদিকের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই উপদপ্তর সম্পাদক।

অনুষ্ঠানের সভাপ্রধান পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতায় নীতি, নৈতিকতা অন্যতম অনুষঙ্গ। কারণ পাঠক ও শ্রোতার গুরুত্ব বুঝে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নীতি-নৈতিকতার প্রয়োগ ঘটাতে হয়।

তিনি আরও বলেন, প্রতিবেদন তৈরিতে সতকর্তা অবলম্বন করা খুবই জরুরি। কারণ সাংবাদিকের দায়িত্ব তথ্য দেওয়া, মতামত প্রদান নয়।

জাফর ওয়াজেদ বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় মাধ্যম হলো চলচ্চিত্র। এ ছাড়া স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা অগ্রগণ্য বলে মন্তব্য করেন পিআইবির মহাপরিচালক।

পিআইবির সিনিয়র প্রশিক্ষক শাহ্ শেখ মজলিশ ফুয়াদের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়