কলাম লিখতে হলে জানার বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

কলাম লিখতে হলে প্রথমে নিজেকে তথ্য জানতে হবে। কলাম লিখতে হলে জানার বিকল্প নেই। একটি বিষয় নিয়ে লিখার পূর্বে বিষয়টি সম্পর্কে সত্য মিথ্যা জানতে হবে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘কলাম লেখার রীতি-নীতি, কৌশল শিখন ও অনুশীলন ’ শীর্ষক ওয়ার্কশপে এসব কথা বলেন বক্তারা।
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান, সংগঠনটির সহ সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচী।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘কলাম লেখার প্রথম কথা হলো, আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে, কলাম লেখা যাবে না। আপনি যে বিষয়ে কলাম লিখবেন, সে বিষয়ে প্রথমে আপনাকে জেনে নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘কলাম লেখার ক্ষেত্রে একটি ডিসিপ্লিন মেনে চলা প্রয়োজন। আপনি কীভাবে শুরু করবেন, সেটা আলোচনার বিষয়। কিন্তু একবারে ভালো লিখলেও হবে না, আবার একাধারে মন্দ লিখলেও চলবে না। পুরো বিষয়টির ভালো-খারাপ মিলিয়ে লিখতে হবে। এতে লেখার মান ও সামঞ্জস্য বজায় থাকে।’
অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। আগামীর বিশ্ব বাজার দখল করবে তথ্য। এই তথ্য বা ইনফরমেশন যারা ভালোভাবে ব্যবহার করতে পারবে, যারা প্রয়োজন অনুযায়ী ট্রান্স এন্ড টুইস বুঝে চলতে পারবে, তারাই টিকে যাবে।’
তিনি আরো বলেন, ‘যারা সত্য ও ভুয়া তথ্যের মধ্যে পার্থক্য বুঝবে না, তারা সমাজ থেকে ছিটকে পড়বে। তাই, বিভ্রান্ত ও গুজব রটানো কারীদের বিরুদ্ধে আমাদের লিখতে হবে। এর বিরুদ্ধে যদি আমরা না লিখি, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে।’
প্রেসক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘কলাম লেখা, রীতি-নীতি, কৌশল শিখন বিষয়ক অনুশীলন কার্যক্রমটি একটি ভালো উদ্যোগ। আপনাদের এ আয়োজন করার জন্য সাধুবাদ জানাচ্ছি।’
অধ্যাপক ড. নাসিম বানু বলেন, ‘কলাম লেখার জন্য প্রথমে নিজেকে তথ্য জানতে হবে। তথ্যের সত্য-মিথ্যা যাচাই করতে হবে। মুক্ত লেখা মানেই আপনি সবকিছু লিখতে পারেন না। আপনি রাষ্ট্রের স্বাধীনতার মূলমন্ত্রের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না।’
ড. তপন বাগচী বলেন, ‘কলাম বিভিন্ন বিষয় নিয়ে হয়। রাজনৈতিক বিষয় নিয়ে হয়, রম্য চিন্তা নিয়ে হয়, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় নিয়ে হয়। যে কথাগুলো বিস্তৃতভাবে বলা প্রয়োজন তা লেখা হলো কলাম।’
তিনি আরো বলেন, ‘কলামে তথ্যের ধারাবাহিকতা থাকতে হয়। কোন লেখা আগে, কোনটি পরে লিখতে হবে তা জানতে হয়। একজন কলামিস্ট যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন, মতামত প্রকাশ করতে পারেন। তার লেখা কারো ওপর চাপিয়ে দিতে পারেন না।’
কেআই
আরো পড়ুন