ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক হাবিবুর রহমান মারা গেছেন 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২২ আগস্ট ২০২৩  
সাংবাদিক হাবিবুর রহমান মারা গেছেন 

সাংবাদিক হাবিবুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। 

এ তথ্য নিশ্চিত করেছেন হাবিবুরের স্ত্রী ফারজানা মাহমুদ সনি। 

তিনি জানান, বিকেল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। এসময় হঠাৎ বমি শুরু করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি বেঁচে নেই।

সদালাপী হাবিবুর রহমান খান দৈনিক যুগান্তরে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন। হাবিবুর রহমান জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। 

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়