সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ০৯:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ফটো
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুসহ ৪ জনকে স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে দেয়। পরে পুলিশ তাদের আটক করে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং তাদের বহনকারী গাড়ির চালক।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চান মিয়া রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মিলন/কেআই