ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধের প্রতিবাদ ডিআরইউয়ের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২০ জানুয়ারি ২০২৫  
দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধের প্রতিবাদ ডিআরইউয়ের

জাতীয় দৈনিক ভোরের কাগজ সোমবার (২০ জানুয়ারি) প্রকাশিত হয়নি। এরই মধ্যে প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ‘মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিসের ফটকে লাগানো এক নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আরো পড়ুন:

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, “গত ১৫ বছর ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ডের সব সুযোগ-সুবিধা ভোগ করেছে। কিন্তু সাংবাদিকদের সেই সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। কোনো রকম পূর্ব নোটিশ না দিয়েই ভোরের কাগজের প্রকাশনা ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক সাংবাদিক এতে বেকার হয়ে যাবেন। তাদের পাওনা বুঝিয়ে না দিয়ে এভাবে পত্রিকা বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায় না। এটা আইনের পরিপন্থী।”

অবিলম্বে ভোরের কাগজের প্রকাশনা চালু এবং প্রধান কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান ডিআরইউ নেতারা।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়