ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

মোটরসাইকেল নিয়ে রাইজিংবিডির নতুন বিভাগ মটো কর্নারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:৩৪, ৪ ডিসেম্বর ২০২৩
মোটরসাইকেল নিয়ে রাইজিংবিডির নতুন বিভাগ মটো কর্নারের যাত্রা শুরু

বাংলাদেশের সংবাদমাধ্যমের ইতিহাসে প্রথমবারের মতো মোটরসাইকেল নিয়ে পৃথক বিভাগ চালু করল পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

সোমবার (৪ ডিসেম্বর) রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মটো কর্নার নামে নতুন এই বিভাগে পাঠকরা একসাথে মোটরসাইকেল নিয়ে ব্যাতিক্রম সকল ফিচার ও ভিডিও দেখতে পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মটো ব্লগার আমির হোসেন রিকু, বাংলাদেশের শীর্ষস্থানীয় ও অত্যাধুনিক মোটরসাইকেল সার্ভিস সেন্টার মটো ডকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফ উদ্দিন, র‍্যাংকস পেট্রোলিয়াম লিমিটেডের হেড অব ইন্ড্রাস্ট্রিয়াল সেলস তসলিম আহমেদ, হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান আহবির আজাদ, রাইজিংবিডি ডটকমের প্রকাশক এসএম জাহিদ হাসান, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রাইজিংবিডি পরিচালনা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবীর, ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও রাইজিংবিডির প্রধান প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিলটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তাপস রায়।

অনুষ্ঠানে জনপ্রিয় মটো ব্লগার আমির হোসেন রিকু বলেন, ‘রাইজিংবিডির মোটরসাইকেল নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন যেন অন্যরা অনুসরণ করে সেভাবে কাজ করতে হবে। কারণ, আমার জানা মতে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ এখনো এমন আয়োজন কোনো সংবাদমাধ্যম করেনি। মোটরসাইকেলের দাম, ফিচার এগুলো গৎবাঁধা জিনিস। এর বাইরে ব্যতিক্রমী সংবাদ পরিবেশন করা উচিত।’

বাংলাদেশের শীর্ষস্থানীয় ও অত্যাধুনিক মোটরসাইকেল সার্ভিস সেন্টার মটো ডকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ‘বাংলাদেশে এখনো পর্যন্ত মোটরসাইকেল নিয়ে এত সুন্দর উদ্যোগ কেউ নেয়নি। বিশ্বে হাতেগোনা কয়েকটি পত্রিকায় অটোমোবাইলস নিয়ে নিবন্ধ আমরা পাই। আমরা রাইজিংবিডির এই সুন্দর আয়োজনে সব সময় পাশে থাকব। মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ সম্পর্কে সঠিক তথ্য অনেক বাইকারই জানেন না। এক্ষেত্রে মটো কর্নারের উচিত প্রচলিত তথ্য নয়, বরং সঠিক তথ্যটি যাচাই-বাছাই করে প্রচার করা। এক্ষেত্রে তারা চাইলে অভিজ্ঞজনদের সহযোগিতা নিতে পারেন।’

র‍্যাংকস পেট্রোলিয়াম লিমিটেডের হেড অব ইন্ড্রাস্ট্রিয়াল সেলস তসলিম আহমেদ বলেন, ‘রাইজিংবিডি এই ধরনের সুন্দর উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। মটো কর্নার নামে যে আলাদা একটি বিভাগ খোলা হয়েছে তাতে অবশ্যই নতুনত্ব থাকবে। প্রতিযোগিতা অনেক, সেখান থেকে নিজেদেরকে এগিয়ে রাখতে হবে।  আশা করি, রাইজিংবিডির মটো কর্নার সবার আগে পাঠকদের কাছে সঠিক খবরটি পৌঁছে দেবে।’

হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান আহবির আজাদ বলেন, ‘এখনো পর্যন্ত বাংলাদেশে কত মোটরসাইকেল চলছে, কত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন হয়েছে এবং প্রতি মাসে কতটি বিক্রি হচ্ছে সেই তথ্য আমরা কোথাও পাই না। বিদেশে কোন ব্র্যান্ড কয়টি বাইক বিক্রি করছে সেটা আমরা জানতে পারলেও আমাদের দেশে সেটা সম্ভব না। এছাড়া বিক্রি ও জনপ্রিয়তার র‍্যাংকিংয়ে কার অবস্থান কেমন  আমাদের দেশে তাও আমরা জানতে পারি না। আমরা আশা রাখতে পারি, মটো কর্নারের মাধ্যমে আমরা এ তথ্যগুলো জানতে পারব।’

রাইজিংবিডি ডটকমের প্রকাশক এসএম জাহিদ হাসান বলেন, ‘দীর্ঘ ১০ বছরের পথচলায় আমরা অনেকগুলো বিভাগ যুক্ত করেছি রাইজিংবিডিতে। এর সঙ্গে আরেকটি নতুন বিভাগ যুক্ত হলো। রাস্তায় আমরা যারা চলাচল করি, তাদের সবাইকেই আইন সম্পর্কে জানতে হবে। মানুষকে বিষয়টি জানানোর ব্যাপারে আমাদের সংবাদমাধ্যমের দায়বদ্ধতা অনেক বেশি।’ 

ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রাইজিংবিডি পরিচালনা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমি সারাদেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে মানুষের নিরাপত্তার জন্য কাজ করেছি। সড়কে যান চলাচলের ক্ষেত্রে শুধুমাত্র একজন চালককেই সচেতন হলে চলবে না, বরং সবাইকে সচেতন হতে হবে। পথচারীর কারণে যেমন দুর্ঘটনা ঘটে, তেমনি অতিরিক্ত গতির কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটে।’ 

তিনি আরো বলেন, ‘বর্তমানে মানুষ ব্যতিক্রমী কিছু চায়। আপনি যখন ব্যতিক্রমী কিছু করবেন তখন মানুষই আপনাকেই খুঁজে বের করবে। নতুনত্বের কোনো বিকল্প নেই। রাইজিংবিডির এই মটো কর্নার ব্যতিক্রমী উদ্যোগ। আমি এই নতুন উদ্যোগকে স্বাগত জানাই।’

 

ঢাকা/রায়হান/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়