ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক্স ব্লেডের নতুন ডিজাইন লঞ্চ করলো হোন্ডা

মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
এক্স ব্লেডের নতুন ডিজাইন লঞ্চ করলো হোন্ডা

এক্স ব্লেডের নতুন তিনটি ডিজাইন লঞ্চ করলো হোন্ডা বিডি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মডেলটির তিনটি ভিন্ন কালার লঞ্চ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হোন্ডা বিডির পক্ষ থেকে জানানো হয়, নতুন ডিজাইনের এক্স ব্লেডের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকা। মডেলটিতে লোগোর ডিজাইন নতুন করে করা হয়েছে। বাইকটির বডির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্র্যাব রেইলের রঙে পরিবর্তন আনা হয়েছে। 
স্পোর্টস রেড, স্টিল মেটালিক ও সিলভার মেটালিক-এই তিনটি রঙে বাইকটি মঙ্গলবার থেকেই হোন্ডার ডিলার পয়েন্টগুলোতে পাওয়া যাবে।

আরো পড়ুন:

রঙে-ঢঙে পার্থক্য আনলেও এক্স ব্লেডের ইঞ্জিনে কোনো পরিবর্তন আনেনি হোন্ডা। বাইকটির মিটার, ব্রেকিং সিস্টেম, হেডলাইট ডিজাইন-সবকিছুই থাকছে আগের মতো। নতুন বছরে হোন্ডা শেষ পর্যন্ত নতুন প্যাকেটে পুরোনো এক্স ব্লেড বাজারে আনলো নতুন দামে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়