ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

মুশফিক-সাব্বিরকে নিয়ে মাঠে নামছে রাজশাহী

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুশফিক-সাব্বিরকে নিয়ে মাঠে নামছে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড শুরু হচ্ছে বুধবার।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী বিভাগ। শেষ রাউন্ডের আগেই রাজশাহী বিভাগ প্রথম স্তরে নিজেদের উন্নীত করেছে। তাই দুই দলের ম্যাচটি অনেকটাই আনুষ্ঠানিকতা। তবে শেষ রাউন্ডে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় আগের ৫ রাউন্ডে ২ জয় পাওয়া রাজশাহী। এজন্য দলের শক্তি বাড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মুশফিুকর রহিমকে নিয়ে মাঠে নামতে যাচ্ছে রাজশাহী বিভাগ। সাথে আছেন সাব্বির রহমান। এছাড়া বিপিএল মাতানো নাজমুল ইসলাম শান্তও রয়েছেন। জাতীয় দলের তিন ক্রিকেটারকে নিয়ে ঢাকা বিভাগের থেকে অনেকটাই শক্তিশালী রাজশাহী।



দুই বছর পর জাতীয় ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। সাব্বির মাঝে গত বছর জাতীয় লিগে খেলেছিলেন দুই-তিন ম্যাচ। এছাড়া এবারের জাতীয় লিগে শুরু থেকেই খেলছেন নাজমুল হোসেন শান্ত। আজ দুপুরে দলের সঙ্গে অনুশীলন করেছেন মুশফিক, সাব্বির ও শান্তরা।

৫ ম্যাচে ২ জয়, ৩ ড্রয়ে ২২ পয়েন্ট রাজশাহীর। ইনিংস ব্যবধানে একটি ম্যাচ জেতায় বাড়তি ১ পয়েন্ট বোনাস পেয়েছে জহুরুল ইসলাম অমির দল। ১৪ পয়েন্ট নিয়ে রাজশাহীর পরের অবস্থানে সিলেট বিভাগ। ৮ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়