ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্রোপচারের পর সেলাইয়ের পরিবর্তে আঠা!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্রোপচারের পর সেলাইয়ের পরিবর্তে আঠা!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অস্ত্রোপচারের পর সেলাই শুকানোটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে সুখবর হচ্ছে, অস্ত্রোপচারের পর কাটাস্থান জোড়া লাগাতে আর সেলাইয়ের প্রয়োজন হবে না।

অস্ট্রেলিয়ান এবং আমেরিকান বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা অস্ত্রোপচারে ব্যবহারের জন্য প্রসারিত আঠা (স্ট্রেচি গ্লু) তৈরি করেছেন, যা দ্রুত শরীরে কাটাস্থান জোড়া লাগাবে। ফলে দ্রুত আরোগ্যলাভে যুগান্তকারী পরিবর্তন আসবে।

বিশাল সাফল্য অর্জনের এই পণ্যটি আহত রোগীদের দ্রুত এবং কার্যকরভাবে ক্ষত বন্ধ করে জীবন বাঁচাতে সক্ষম, ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই আঠা কাটাস্থান বন্ধ করতে পারে।

‘মেটরো’ নামক এই আঠা ‘ট্রোফেলস্টিন’ নামক একটি প্রাকৃতিক প্রোটিন দিয়ে তৈরি করা হয়েছে এবং সিরিঞ্জের মাধ্যমে সরাসরি ক্ষতস্থানে প্রয়োগ করা যায়। এরপর ইউভি লাইটের মাধ্যমে সক্রিয় করা হলে, আঠা সম্পূর্ণভাবে কাটাস্থান সীল (বন্ধ) করে দেয়। এমনকি শরীরের নরম কোষের ক্ষেত্রেও এটি সেলাই, ক্লিপ অথবা স্টাপলের প্রয়োজন দূর করবে।

এই আঠার ইলাসটিসিটি সুবিধার মানে হচ্ছে, ফুসফুস এবং হৃদপিন্ডের মতো শেপ পরিবর্তনকারী অভ্যন্তরীণ অঙ্গগুলোতে এটি ভালো কাজ করবে।

যেখানে অস্ত্রোপচারের সেলাই শুকাতে কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যায়, সেখানে এই আঠা কাটাস্থান শুকাবে ৬০ সেকেন্ডেরও কম সময়ে। এমনকি রোগীর আরোগ্য লাভের দীর্ঘ সময়ও বিস্ময়করভাবে ব্যাপক কমানোর সম্ভাবনা রয়েছে।



জার্নাল সায়েন্স ট্রান্সলেশোনাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় শূকরের ওপর এর সফল ব্যবহার দেখা গেছে।

বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নাসিম আনাবি বলেন, ‘মেটরোর চমকপ্রদ বিষয়টি হলো, এটি কোষের সংস্পর্শে আসার পর জেলের মতো দ্রবীভূত হয় কিন্তু দূরে সরে যায় না।’

সিডনি ইউনিভার্সিটির বায়োকেমিস্ট অধ্যাপক অ্যান্থনি ওয়েইসের সহযোগিতায় প্রাকৃতিক ইলাস্টিক প্রোটিন প্রযুক্তি এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুলের বায়োম্যাটেরিয়ালস রিসার্চ ডিরেক্টর অধ্যাপক আলী খাদেমহোসেনির সহযোগিতায় হালকা সংবেদনশীল মলিকুলাস প্রযুক্তির সমন্বয়ে ‘মেটরো’ তৈরি করা হয়েছে।

অধ্যাপক ওয়েইস এই আঠাকে বাথরুম বা রান্নাঘরের টাইলসের চারপাশে ব্যবহৃত আঠার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘যখন আপনি মেটরো দেখবেন, তখন আপনি দেখতে পাবেন এটি একটি তরলের মতো কাজ করে, ফাঁকা ভরাট করে এবং ক্ষতের আকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’

যদিও মানুষের শরীরে ব্যবহারের আগে এটি নিয়ে আরো অনেক গবেষণার প্রয়োজন হবে। তবে গবেষণামূলক ফলাফলের সাফল্যে এর ভবিষ্যত প্রভাব নিয়ে খুবই আশাবাদী অধ্যাপক ওয়েইস।

তিনি বলেন, ‘এটি খুবই শক্তিশালী একটি উপাদান- জরুরি ভিত্তিতে শরীরের অভ্যন্তরীণ ক্ষত চিকিৎসা যেমন গাড়ি দুর্ঘটনায় কিংবা যুদ্ধক্ষেত্রে এবং হাসপাতালের অস্ত্রোপচার উন্নত করার জন্য।’

আগামী ৩ বছরের মধ্যে মানুষের শরীরে এই আঠা ব্যবহার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র : ডেইলি মেইল  



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়