ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘ঈদের আগে শ্রমিক ছাঁটাই নয়’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঈদের আগে শ্রমিক ছাঁটাই নয়’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে তাদের ছুটি দেওয়া হবে। বিজিএমইএ ও বিকেএমইএ বিষয়টি সমন্বয় করবে। শ্রমিকদের বেতন-ভাতা ও ব্যবসার স্বার্থে ৯ ও ১০ আগস্ট শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখতে আমরা অনুরোধ করেছি।

তিনি আরো বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাস, ট্রেন এবং নৌযানে যাতে অতিরিক্ত যাত্রী নিতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করবে। সড়ক পথে ফায়ার সার্ভিসের টিম থাকবে।

আইনশৃঙ্খলা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিভিন্ন বাহিনীর প্রধানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়