ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা জোরদারের আহ্বান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা জোরদারের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক : রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ আহ্বান জানান।

জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) ও দক্ষিণ-পূর্ব এশীয় অ্যাসোসিয়েশনভুক্ত (আসিয়ান) দেশসমূহকে আরো অধিক ও  অব্যাহতভাবে প্রচেষ্টা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

সোমবার ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে ন্যাম কোর্ডিনেটিং ব্যুরোর মন্ত্রী পর্যায়ের সভায় তিনি এ আহ্বান জানান।

মাসুদ বিন মোমেন বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনকারীদের দায়-দায়িত্ব নিরূপণের মাধ্যমে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। যেমনটি প্রযোজ্য মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অপরাধের ক্ষেত্রে।’

আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া, ল্যাটিন আমেরিকা, ইউরোপ ও ক্যারিবিয়ান অঞ্চলের ৮৫টি দেশের ১৬ জন মন্ত্রীসহ উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরা এ সভায় যোগ দেন।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যার্রিয়াজা মন্টসের্রাট এ সভায় সভাপতিত্ব করেন।

ন্যাম মিনিস্ট্রিয়ালের এবারের প্রতিপাদ্য ছিল ‘আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে শান্তি এগিয়ে নেওয়া ও সুসংহত করা।’

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়