ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশনের একার পক্ষে সব জায়গায় এডিস মশার লার্ভা ধ্বংস করা অসম্ভব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার গুলশানে ওয়ার্ড ভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতায় আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘দুই বাড়ির মাঝের আঙিনা, বাসার ১০ম, নবম ও অষ্টম তলা বা ছাদের ওপর, ঘরের বেলকুনি, বারান্দা এবং গ্যারেজে এডিস মশা জন্ম নিচ্ছে। এসব জায়গায় গিয়ে মশার লার্ভা ধ্বংস করা কিন্তু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব না। এজন্য সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন না হলে শুধু সিটি করপোরেশন এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না।’

দুই বাড়ির মাঝের অংশ পরিষ্কারের দায়িত্ব সিটি করেোরেশনের একার নয় বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা চিরুনি অভিযান শুরু করছি। এটি প্রথম সাত দিন চলবে। পরবর্তী সাত বা দশ দিন পর আমরা আবারো যাবো। যদি লার্ভা সরানো না হয়, তাহলে আমরা জরিমানা করব। বিভিন্ন সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে আমরা যাচ্ছি।’

‘অভিযান চলাকালে বাড়ি বাড়ি যাবে ডিএনসিসির টিম। যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় তবে প্রাথমিকভাবে সেই বাড়িতে স্টিকার লাগিয়ে দেওয়া হবে। পরবর্তিতে ৭ দিন পর আবার ওই বাড়িতে গিয়ে যদি দেখা যায় এডিস মশার লার্ভা রয়ে গেছে তাহলে তাৎক্ষণিকভাবে ওই মালিককে জরিমানা করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবাদি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবিন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মঞ্জুর হোসেন প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়