ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নির্বাচন কমিশনের আগুন নিয়ন্ত্রণে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন কমিশনের আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনের নিচতলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার দিবাগত রাত প্রায় সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।   

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বধর্ন জানিয়েছেন, আগুন ভবনের বেজমেন্টে লেগেছিল। ভেতরে প্রচুর কাটর্ন আছে। সেগুলোই মূলত পুড়েছে। আর চারদিক গ্লাস দিয়ে ঢাকা থাকায় আগুনের পর বিপুল পরিমান কালোধোঁয়া জমাট বাঁধে।

এদিকে এ ঘটনায় ৩ সদসস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। তারা তদন্ত করে আগুনের কারণ বের করবে। আগুনে ভেতরের অনেক যন্ত্রপাতিও পুড়ে গেছে বলে জানা গেছে।  
            
ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, মোট ৪৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কিছু ইভিএম সেখানে ছিল। তবে ঠিক কতগুলো ছিলো তা তিনি বলতে পারেনি।

এর আগে ফায়ার সাভির্স সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান রাইজিংবিডিকে বলেন, রাত ১১ টার পর আগুনের সূত্রপাত হয়। আগুন ভবনের নিচতলায় ছড়িয়ে গেছে। খবর পেয়ে মোট ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/মাকসুদ/মিথুন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়