ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গে‌জেট প্রকাশ: সাদ এরশা‌দের শপথ বৃহস্প‌তিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গে‌জেট প্রকাশ: সাদ এরশা‌দের শপথ বৃহস্প‌তিবার

রংপুর ৩ আস‌নের উপ‌নির্বাচ‌নে নির্বা‌চিত সংসদ সদস্য হি‌সে‌বে সা‌বেক রাষ্ট্রপ‌তি হু‌সেইন মুহম্মদ এরশা‌দের ছে‌লে রাহ‌গির আলমা‌হি এরশাদ (সাদ এরশা‌দ) এর নাম ঠিকানাসহ গে‌জেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশন সি‌নিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

বৃহস্প‌তিবার দুপু‌রে সাদ এরশাদ সংসদ সদস্য হি‌সে‌বে শপথ নিতে পা‌রেন। সংসদ স‌চিবাল‌য়ে স্পিকা‌রের ক‌ক্ষে তা‌কে শপথ বাক্য পাঠ করা‌বেন স্পিকার ড. শি‌রিন শার‌মিন।

শপথ অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবালয়ের কাছে গেজেটের কপি পাঠিয়েছে ইসি সচিবালয়। নির্বাচন ক‌মিশ‌নের গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে স্পিকারের কাছে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

জাতীয় পা‌র্টির প্র‌তিষ্ঠাতা ও সা‌বেক রাষ্ট্রপ‌তি হু‌সেইন মুহম্মদ এরশা‌দের মৃত্যু‌তে শূন্য হওয়া রংপুর ৩ আস‌নে শনিবার উপ নির্বাচন অনু‌ষ্ঠিত হয়। এতে সা‌বেক রাষ্টপ‌তি এরশাদ ও দ‌লের অন্যতম প্র‌তিষ্ঠাতা বেগম রওশন এরশা‌দের ছে‌লে রাহগির আলমাহি সাদ এরশাদ জাতীয় পা‌র্টির প্রার্থী হি‌সে‌বে লাঙ‌ল প্রতি‌কে নির্বাচন ক‌রে বিজয়ী হন।

তার প্রাপ্ত ভোট হলো-৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছি‌লেন বিএনপির রিটা রহমান। তি‌নি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ এবং এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট। গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) ১৬৬২, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪ এবং এনপিপির শফিউল আলম (আম) প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।

গেজেটটি দেখতে

 

ঢাকা/নঈমুদ্দীন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়