ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিটিংয়ের নামে চিটিং বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিটিংয়ের নামে চিটিং বন্ধের দাবি

সিটিংয়ের নামে চিটিং ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার জোট ও প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে জোটের মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক, প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, মানবাধিকার জোটের যুগ্ম মহাসচিব গোলাম ফারুক মজনু উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘রাজধানীসহ সারা দেশে গণপরিবহনে সিটিংয়ের নামে চলছে চিটিং। সিটিং বাসের নামে প্রকাশ‌্যে চলছে ভাড়া নৈরাজ্য। গণপরিবহনে সেবার মান ভালো নেই। অথচ যাত্রীদের কাছ থেকে পরিবহন কর্তৃপক্ষ আদায় করে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। এরসঙ্গে যোগ হয়েছে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণের বদলে নির্দিষ্ট স্টপেজে চেকিংয়ের নামে জোরপূর্বক বাড়তি ভাড়া আদায়।’

তারা আরো বলেন, ‘ঢাকা শহরে পরিবহন মালিকরা অযোগ্য, অদক্ষ চালক ও শ্রমিক দিয়ে গাড়ি চালাচ্ছে। সড়কে বেপরোয়াভাবে চলছে ফিটনেসবিহীন গাড়ি। বাইরে সিটিং লেখা থাকলেও ভিতরে তা নয়।’

এ সময় তারা জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া নির্ধারণ, যাত্রীসেবার মান বৃদ্ধি, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, দক্ষ ও যোগ্য লোকদের দিয়ে গাড়ি পরিচালোনার দাবি করেন।

 

ঢাকা/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়