ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে’

ঘূর্ণিঝড় ‘বুলবুল‘ মোকাবিলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় দক্ষিণাঞ্চলে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। ঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতেও প্রস্তুতি রয়েছে।’ 

ঝড়ে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয় এ জন‌্য তিনি সকলকে দোয়া করতে বলেন। 

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ‌্য অনুযায়ী, বুলবুল মোংলা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিমোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ ৯ উপকূলীয় জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে।


ঢাকা/রেজা/ইভা 
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়