ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘দুনিয়ার মানুষ গবেষণা করে নোবেল পাচ্ছে, এখানে হয় না কেন?’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুনিয়ার মানুষ গবেষণা করে নোবেল পাচ্ছে, এখানে হয় না কেন?’

দুনিয়ার মানুষ এতো এতো বিষয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পায়, বাংলাদেশে কেন হয় না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আক্ষেপের কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ২০ তম এশিয়ান বায়োটিক্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমারা গবেষণার সকল ক্ষেত্র খুলে দিয়েছি। কিন্তু আমি বা আমরা যারা রাজনীতি করি, আমরাতো গবেষক নই। আমরা সামান্য পড়াশুনা করে ওখান থেকে চলে এসেছি। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বিশ্ববিদ্যালয় হোক, আমাদের তরুণ প্রজন্ম যেখানে পড়াশুনা করছে, তাদেরকে আমরা চাই, বেশি করে গবেষণা করুক। ‘

তিনি আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সব সময় বলে, আমার এখানে কেন গবেষণা কম হচ্ছে, আরো কেন গবেষণা হয়না! দুনিয়ার মানুষ, পশ্চিমা দেশগুলো এতো এতো বিষয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পায়। আমাদের বৈজ্ঞানিকেরা, আমাদের শিক্ষকরা গবেষণা করবেন, এর জন্য কোন অর্থের অভাব আমাদের হবে না। তবে সবাইকে এগিয়ে আসতে হবে। ’

পরিকল্পনা মন্ত্রী বলেন, জীবনের প্রতিটি কাজে যদি আমরা নৈতিকতা মেনে চলি তাহলে অনেক অন্যায় দূর হবে। বিশেষ করে চিকিৎসা পেশায় নৈতিকতার খুবই প্রয়োজন। কেননা অনেক সময় আমরা শুনি অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় করা হয়। বিশেষ করে সম্প্রতি শুনেছি, নানা ধরনের অপারেশনের প্রয়োজন নেই, সেটাও করা হয়। এই সকল দূর করার জন্য আমাদের শুধু আইন দিয়ে হবে না, নৈতিক শিক্ষার প্রয়োজন। ’

তিনি বলেন, সর্বত্র, সকল যুগের, সকল সময়ের সকল সমাজে নৈতিকতার প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রীর যে কর্মসুচি বা সংগ্রাম যাই বলুন, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যা করছেন, সেই প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান খুবই জরুরি।’


ঢাকা/হাসিবুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়