ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সামাজিক সমস্যার বিরুদ্ধে আলেমদের ভূমিকা রাখতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামাজিক সমস্যার বিরুদ্ধে আলেমদের ভূমিকা রাখতে হবে

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ‌্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, দেশের আলেম সমাজ মাদক, যৌতুক, বাল্যবিয়েসহ সামাজিক সমস্যার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে পারে।   মসজিদ, মাদ্রাসা, খানকাহ, ওয়াজ মাহফিলে এ বিষয়ে আলেমদের জোরালো ভূমিকা রাখতে হবে।

শুক্রবার ঢাকার  মসজিদুল আজিজ এ (শাইখুল হাদীস  আল্লামা আজিজুল হক রহ. এর মাকবারাহ সংলগ্ন) এক সুধী সমাবেশে  প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণকে ধর্মীয় মোটিভেশনর মাধ্যমে সামাজিক সমস্যার বিষয়ে সচেতন করতে হলে দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হতে হবে।  উন্নত দেশ গড়তে আলেম সমাজের অগ্রণী ভূমিকা রয়েছে।

সুধী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম, জামেয়া আরাবিয়া রাহমানিয়া ঢাকা এর প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হক, হজ্জ এজেন্সীজ অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তাসলিম, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) এর ব্যবস্থাপনা  পরিচালক ড. হাকীম ইউসুফ হারুন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এর কবরস্থান সংলগ্ন  জামিয়াতুল আজিজ আল ইসলামিয়া কমপ্লেক্স এর অবকাঠামো উন্নয়নে  সরকারি প্রশাসন ও বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে আর্থিক সাহায্য দেয়া হয়।


ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়