ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের তফসিল বিকেলে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের তফসিল বিকেলে

সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য ঘোষিত চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের তফসিল আজ বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করা হবে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি জানান, জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম ৮ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে, শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোটের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ৭ নভেম্বর সংসদ সদস্য বাদল মৃত্যুবরণ করায় ভোট করতে হবে নব্বই দিন সময় হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে।

তাই ভোটের প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। ২০২০ সালের মধ্য জানুয়ারিতে চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো এই উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে জানা গেছে।

২০০৮ সাল থেকে তিনবার এই আসনে ‘নৌকা’ প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।



ঢাকা/হাসিবুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়