ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুজিববর্ষে হবে গণমাধ্যমকর্মী ও সম্প্রচার কমিশন আইন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষে হবে গণমাধ্যমকর্মী ও সম্প্রচার কমিশন আইন

মুজিববর্ষে গণমাধ্যমকর্মী আইন ও জাতীয় সম্প্রচার কমিশন আইন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

রোববার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থার চারটি ডিজিটাল সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তি‌নি এ তথ‌্য জানান।

মুরাদ হাসান বলেন, আপনারা সবাই জানেন, আমরা তথ্য মন্ত্রণালয়ের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করছি। আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইদের জন্য যে জিনিসটি খুব বেশি জরুরি ও প্রয়োজনীয়, সেই গণমাধ্যমকর্মী আইনের কী হলো? সম্প্রচার আইনের কী হলো? ইনশাআল্লাহ, খুব দ্রুতই হবে। মুজিববর্ষে আমরা গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন (জাতীয় সম্প্রচার কমিশন আইন) চূড়ান্ত করব। আজকের অনুষ্ঠানে আমি সেটা পুনর্ব্যক্ত করলাম।

 

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়