ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনার বিষয়টি সরকার সিরিয়াসলি দেখছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার বিষয়টি সরকার সিরিয়াসলি দেখছে

ফাইল ফটো

করোনার বিষয়টি সরকার সিরিয়াসলি দেখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার প্রধান খুব সিরিয়াসলি বিষয়টি দেখছেন এবং সতর্কতা পালনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি আরো সতর্কভাবে মোকাবিলার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রস্ততিতে কোনো ঘাটতি নেই।’

তিনি বলেন, ‘‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। প্রধানমন্ত্রী এ বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

‘করোনাভাইরাসের এই সমস্যাটা এখন আর এন্ডেমিক নেই। সমস্যাটা এখন পেন্ডিমিক পর্যায়ে চলে গেছে। পৃথিবীর প্রায় ৩২টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এবং নতুন নতুন দেশও আক্রান্ত হচ্ছে। জাতিসংঘ থেকে মহাবিপদের কথা বলা হচ্ছে।”

মন্ত্রী বলেন, ‘করোনায় আমরা আক্রান্ত হতে পারি। আমরা ভিকটিম হতে পারি, এমন আশঙ্কা অনেক বেশি। সে হিসেবে আমাদের প্রস্তুতি আছে এবং আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে শুরু করেছি।’


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়