ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জনসভা পরিহার করতে বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনসভা পরিহার করতে বললেন সিইসি

আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনসহ অন্যান্য উপ-নির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জনসভা ও পথসভা পরিহার করতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সেখানে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। তাই এ ভাইরাস মোকাবিলায় আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন, পাঁচ আসনের উপ-নির্বাচনসহ সব নির্বাচনে প্রার্থীদের জনসভা, পথসভা পরিহার করতে হবে। তবে এক্ষেত্রে বিকল্প প্রচার মাধ্যম বেছে নিতে হবে।’

নূরুল হুদা বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা শঙ্কিত। তবে নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তাই এ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারব না।’

আগামী ২১ তারিখে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন পেছানো হবে না জানিয়ে তিনি বলেন, ‘এরমধ্যেই আমাদের কাজ করতে হবে। তবে যারা নির্বাচনে কাজ করবেন তাদেরকে সতর্ক অবস্থায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে হবে।’


ঢাকা/হাসিবুল /ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়