ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুস্থদের মাঝে ডিএনসিসির খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুস্থদের মাঝে ডিএনসিসির খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটি চলাকালীন কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ মানুষের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৬ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

তিনি জানান, ৩১শে মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। সব ওয়ার্ডে মোট ২৮ হাজার ৫০০ দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, তাদের পক্ষ থেকে অসহায় প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল ও একটি করে সাবান বিতরণ করা হচ্ছে।

এছাড়া ওয়ার্ড কাউন্সিলরগণ নিজ উদ্যোগে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ ও বিভিন্ন বস্তিতেও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান এএসএম মামুন। 

 

ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়